নারায়ণগঞ্জ সোনারগাঁ ছিনতাইকারীর ছুরিকাঘাতে শরীফুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনার পর হত্যাকারী শাহ আলম (৪৫)কে স্থানীয় গ্রামবাসী রক্তমাখা ছুরিসহ আটক করে পুলিশের কাছে সপর্দ করেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে সোনারগাঁ থানা এরিয়া থেকে মাত্র ৩০০মিটার দূরে পৌরসভার হাতকোপা মেন্দিভিটা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত শরীফুল ইসলাম চাদপুর জেলার দেবপুর ইউনিয়নের চতন্তর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। হত্যাকারী শাহ আলম সোনারগাঁ পৌরসভার অনন্ত মুছা এলাকার নজরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়,রাত আনুমানিক ১০টার দিকে হাতকোপা মেন্দিভিটা আয়েশা আমজাদ ক্লিনিকের সামনে থানা রোডের পাশে শরীফের মোবাইলে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারী শাহ আলম।এসময় শরীফুল তার মোবাইল না দেয়ায় ক্ষিপ্ত হয়ে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শাহ আলম। পরবর্তীতে আহত শরীফুলের ডাকচিৎকারে লোকজন এগিয়ে এসে ঢাকা হাসপাতালে নেয়ার পথে মারা যায় শরীফুল। পরবর্তীতে এলাকাবাসী ধাওয়া করে হত্যাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।