‘মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২২ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যালি ও ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সোনারগাঁ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে এর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ ইউসুফ হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি, সহ ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তারা।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।