নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামপুর ইউনিয়নে জাতীয় পার্টির সমর্থিত লাঙ্গল প্রতিকের প্রার্থী মাকসুদ এর বাড়িতে হামলা ভাংচুর চালিয়ে তার সমর্থকদের পিটিয়ে আহত করার ঘটনা অভিযোগ উঠেছে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। রোববার ( ৭ নভেম্বর) দুপুরে জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতিকের প্রার্থী আশরাফুল ভুইয়া মাকসুদ ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হুমায়ুর কবির ভুইয়ার বাড়ী ওই ইউনিয়নের পাকুন্দা গ্রামে প্রায় ৫০০ গজের মধ্যে অবস্থিত। গত শনিবার রাতে উপজেলার তালতলা এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে রোববার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুমায়ুন কবির ভুইয়ার সমর্থকরা মিছিল নিয়ে আশরাফুল ইসলাম ভুইয়া মাকসুদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালায়। এ সময় শিপন নামে এক সমর্থক সহ ১০ জনকে পিটিয়ে আহত করা হয়। ঘটনার পর থেকে পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ভুইয়া মাকসুদ জানান, আমার এলাকায় বেশ জনপ্রিয়তা রয়েছে। আমার বিজয় নিশ্চিত হবে জেনে প্রতিদ্বন্ধী প্রার্থীর সমর্থকরা আমার বাড়িতে ভাংচুর ও সমর্থকদের উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভুইয়া জানান, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। নৌকার বিজয় হবে জেনে প্রতিদ্বন্দী প্রার্থীর লোকজন অপপ্রচার চালাচ্ছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
আহসানুজ্জা্মান সোহেল/অননিউজ24।।