সোনারগাঁয়ে দুয়ারী জাল ধ্বংস

শুভ,সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা নদীর তীর ঘেঁষা বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ১০২টি চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস অফিস । পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধংস করা হয়। বুধবার ( ৬ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা জেসমীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর তীরে অবস্থিত আনন্দবাজারের একটি দোকানে অভিযান চালানো হয়।

এসময় অভিযানের বিষয়টি টের পেয়ে দোকানদার দোকানে তালা দিয়ে পালিয়ে যায়। পরে দোকানের তালা ভেঙ্গে ব্যবহার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এ জাল মৎস সম্পদের জন্য খুবই ক্ষতিকর। পরে সকলের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।

সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।

আরো দেখুনঃ