নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নবনির্বাচিত আটটি ইউনিয়ন পরিষদের সদস্যগণদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে নবনির্বাচিত সদস্যগণদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম সামসু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার প্রমূখ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।