নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর শিল্পাঞ্চল এলাকায় পুকুরের পানিতে ডুবে সিয়াম মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১জুন ) সন্ধ্যায় কাচঁপুরের পাচপাড়া এলাকায় এ ঘটনায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলা কাচঁপুরের পাচপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে।
নিহতের চাচা ইব্রাহিমমিয়া জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে সিয়ামকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে মদনপুর আল-বারাকাহ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে শিশু সিয়াম পানিতে ডুবে নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।