নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় স্কয়ার নীট কম্পোজিট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় গত বুধবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস অধিদফতরের পরিদর্শক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, কাঁচপুরে স্কয়ার নীট কম্পোজিটের ১৪ তলা ভবনের গত বুধবার রাত ১১টা ৩০ মিনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সোনারগাঁ, ডেমরা সহ ফায়ার সার্ভিস ৬ টি ইউনিট কাজ করে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তৃতীয় তলায় নিটিং সেকশন এর এডজাস্ট ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।