প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৯ জুন) উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয় এর গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক , কৃষি কর্মকতা মনিরা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সহকারী প্রোগামার (আইসিটি) ফাতেমা জান্নাত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল প্রমুখ।