নারায়ণগঞ্জের সোনারগাঁ ৮০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট এলাকা থেকে সোমবার (৬ জুন) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন-আশরাফুল আলম শিমুল(৫৩)। সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের মৃত হাজী হোসেন জামালের ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ৯(৬)২২ রুজু করা হয়েছে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
সোনারগাঁ পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি অভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট এলাকায় ওঁত পেতে থাকে। ১২টার দিকে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জগামী গাড়ি তল্লাশি কালে একটি মোটরসাইকেলে ২টি কালো ব্যাগ দেখে সন্দেহ হওয়ায় পুলিশ মোটরসাইকেলটি আটক করার চেষ্টাকালে পেছনে বসা একজন দৌড়ে পালিয়ে যায়। আটক করা হয় শিমুলকে।