নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট, ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট।
বৃহস্পতিবার ( ১২ মে) সোনারগাঁয়ের পৌর এলাকায় অবস্থিত শেখ রাসেল স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও জাপার প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম ভুইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাবরিনা হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় উপজেলার পিরোজপুর ও বারদী ইউনিয়নের খেলোয়ারদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।