নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে প্রান গেলো হৃদয়(১১) নামে এক মাদ্রাসা ছাত্রের। মঙ্গলবার(২৯ মার্চ) দুপুরে উপজেলার কাঁচপুর ওমর আলী স্কুলের পুকুরে বন্ধুদের সাথে করতে নেমে নিখোঁজ হয়।
নিহত হৃদয়(১১) কাঁচপুর উত্তরপাড়া এলাকার রাসেল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মোবারকের ছেলে।সে চিটাগং রোড একটি মাদ্রাসার ছাত্র ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় হৃদয়। পরে বিকেলে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে রাত ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় ৩ ঘন্টা খোঁজাখুঁজি করে রাত ১টার দিকে লাশ উদ্ধার করে।
এই বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আব্দুল্লাহ আল আরেফিন বলেন,গতকাল রাত সাড়ে ৯ টায় খবর দিলে একদল ডুবুরিকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় ৩ ঘন্টা খোঁজাখুঁজি করার পর লাশ উদ্ধার করা হয়। লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।