নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ভবনের ছাদে গিয়ে ব্যানার সাটানোর সময় বিদ্যুতের হাইভোল্টেজের তারে জড়িয়ে ছাদ থেকে পড়ে রোববার (১৩ ফেব্রুয়ারী) একটি বেসরকারী ব্যাংকের কর্মচারী মাহাবুব রহমান (৩০) নিহত হয়েছেন।
নিহত মাহাবুব রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোবিন্দখিল গ্রামের হেমায়েত উল্লাহর ছেলে। তিনি এনআরবিসি ব্যাংক সোনারগাঁ শাখায় এমএলএস (পিয়ন) পদে কর্মরত ছিলেন।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার নুরুল ইসলাম ব্যাপারীর মার্কেটে অবস্থিত বেসরকারী ব্যাংক এনআরবিসি ব্যাংকের মাহাবুব রহমান নামে এক কর্মচারী গতকাল রোববার বিকেলে ওই ভবনের ছাদে যান একটি ব্যানার সাটাতে । এসময় অসাবধানতায় ভবনের উপড়ে থাকা বিদ্যুৎ লাইনের হাইভোল্টেজের তারে জড়িয়ে পড়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।