নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন হবে।
গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৪ ইউনিয়নে কোনো প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন, পিরোজপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জাহিদ হাসান জিন্নাহ, কাচঁপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোশারফ হোসেন, বারদি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহবুবুর রহমান বাবুল।
শেষ দিনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন, বারদী ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী দাইয়ান সরকার, কাচঁপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মাহাবুব খান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী শাহ আলম।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নোয়াগাঁও ইউনিয়নে প্রতিদ্বন্দিতা করবেন, আওয়ামী লীগ নেতা দেওয়ান উদ্দিন চুন্নু।