নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকার আমিরুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ী দু’দিন ধরে নিখোঁজ।
এ ঘটনায় মঙ্গলবার ( ২৪ মে ) সোনারগাঁ থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। সাধারন ডায়েরীতে তার ভাই জাকারিয়া উল্লেখ করেন, তিনি উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেহপুর দড়িড়কান্দি গ্রামের বাসিন্দা। গত সোমবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ক্রয় করার জন্য বাড়ী থেকে বের হয়ে আর ফেরেননি। পরে তার মুঠোফোনটি বন্ধ পাওয়ায় আত্মীয় স্বজনদের বাসায় খোজঁ নিয়েও তাঁর সন্ধান মেলেনি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় সাধারন ডায়েরী নেওয়া হয়েছে। ব্যবসায়ীকে খুজেঁ বের করার জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।