নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার ( ২৩ আগস্ট ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় একটি ট্রাক তল্লাশী করে ওই ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। এসময় পুলিশকে দেখে ড্রাইভার-হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাচঁপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের একটি টিম ফেনসিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে কাঁচপুর এলাকায় অবস্থান নেন। এসময় পুলিশ ঢাকাগামী ঢাকা মেট্রো ট ২৪-৩৪৪৬ ট্রাককে থামার সিগন্যাল দিলে ট্রাকটি রেখেই ড্রাইভার-হেলপার দৌঁড়ে পালিয়ে যান।
ওসি নবীর হোসেন আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।