নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ণ পরিষদ নির্বাচনে মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারন সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দিয়েছেন।
মঙ্গলবার ( ১৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর রহমানের কার্যালয়ে তারা মনোনয়ন পত্র জমা দেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহাগ রনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, করিম আহাম্মেদ, সুরুজ মিয়া, রক্সি মিয়া।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী হায়দার সহ দলীয় নেতাকর্মীরা। আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমার শেষ দিনে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
প্রসঙ্গত: সীমানা নিয়ে মামলার জটিলতার কারনে মোগরাপাড়া ইউনিয়নের নির্বাচন দীর্ঘ দিন ধরে স্থগিত ছিল।