নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই বিতরণ করা হয়েছে। সোমবার হরিহরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ব্যতিক্রমর্ধী কর্মসূচি পালন করেন আব্দুল কাদির ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সদস্য আবুল হাসেম রতন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা গোলাম হাফিজ নাসিম, বিদ্যালয়ের সভাপতি আবুল হোসেন. সনমান্দী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক বজলুর রহমান, হরিহরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ইউপি সদস্য সাইফুল ইসলাম, সানোয়ারা বেগম, ছাত্রলীগ নেতা আবু কাউসার ।