জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের আত্নার মাগফেরাত কামনায় সোনারগাঁয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২০ আগস্ট) দূপুরে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউপির সদস্য মাইন উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও সাবেক এমপি পুত্র এরফান হোসেন দ্বীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দীন,জামাল উদ্দীন মোল্লা,ফিরোজ ভান্ডারী,জয়নাল আবেদিন, ওয়ার্ড যুবলীগের সভাপতি করিম মিয়া প্রমূখ।
একই দিনে বিকেল ৫টায় জামপুর ইউনিয়নের আমবাগ এলাকায় ইউপি আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন এরফান হোসেন দ্বীপ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আহসান হাবিব টিপু,এডভোকেট আনোয়ার হোসেন।
পরে বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারের সকল সদস্যদের আত্নার মাগফেরাত কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত শেষে সকলের মাঝে খাবার বিতরণ করেন এরফান হোসেন দ্বীপ