নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার পবিত্র ঈঁদ-উল-ফিতর উপলক্ষ্যে স্বল্প আয়ের শ্রমজীবি মানুষদের মাঝে ঈঁদের উপহার সামগ্রী বিতরন করেছেন।
শুক্রবার (২৯ এপ্রিল) সনমান্দী ইউনিয়নের আলী-হায়দার সুপারমার্কেটে প্রায় ১হাজার টি পরিবারের মাঝে এ ঈঁদ উপহার সামগ্রী বিতরণ করেন। ঈঁদ উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি ও লুঙ্গি ।
এসময় উপস্থিত ছিলেন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মাহবুব পারভেজ,, শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রিয়াজুল হক টিটু, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. শরীফ সরকার, সিনিয়র সহ-সভাপতি এইচ,এম আসাদুজ্জামান, পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক মো.ফয়জুল হাসান বাবু, জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. সামসুল আলম, নোওয়াগাঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু হানিফ ভুইয়া, সাধারন সম্পাদক মো. নাজমূল হক ভুইয়া, বারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শেখ নাজমূল আলম, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোহাম্মদ আলী,সনমান্দি ইউনিয়নের মুক্তিযুদ্ধ সন্তান কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।