ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে। নিহতের নাম রফিক মিয়া (৪০)। সোমবার রাত সাড়ে ১০ টায় মহাসড়কের টিপরদী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রফিক মিয়া শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর গ্রামের জমিরউদ্দিনের ছেলে। মঙ্গলবার ( ২৩ আগস্ট) তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে টিপরদী এলাকায় চট্টগ্রামগামী রডবাহী ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলেই ওই কাভার্ডভ্যান চালকের শরীরে রড ঢুকে মারা যান। এসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝখানের রোড ডিভাইডারে উঠে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় গতকাল মঙ্গলবার সকালে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।