নজরুল ইসলাম শুভ,নারায়ণগঞ্জ।। ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় শনিবার ( ২৮ আগষ্ট) সকালে রাস্তা পারাপারের সময় বাস চাপায় দুই বৃদ্ধ নারী নিহত হয়েছে।নিহতরা হলেন, আব্দুল বারেকের স্ত্রী আমেলা খাতুন (৭০) ও ফজলুল রহমানের স্ত্রী নুরজাহান (৬৫)। তারা দু'জনই কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাচঁপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কেএম মেহেদি জানান, মহাসড়ক পার হওয়া সময় এশিয়া এয়ারকন নামে একটি যাত্রীবাহি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক, হেলপার সহ বাসটি আটক করা হয়েছে।
আর/জে অননিউজটুয়েন্টিফোর