নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাজীরগাঁও গ্রামের প্রবাসী নুর হোসেনের স্ত্রী মালা আক্তারকে গত শনিবার শশুর বাড়ির লোকজন হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হত্যাকারীদের বিরুদ্ধে পুলিশ মামলা না নেয়ায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে উপজেলার সিংলাব এলাকায় ভুক্তভোগী পরিবার ও শত শত গ্রামবাসী বিক্ষোভ মিছিল করে।
নিহত মালার পরিবার জানায়,তার স্বামী নুর হোসেন প্রবাসে থাকেন। দীর্ঘ ৮ বছর আগে বিয়ে হয়। তাদের নুসরাত মীম নামের একটি ৬ বছরের মেয়ে আছে। স্বামী বিদেশে থাকায় প্রায় সময় শ্বশুরবাড়ীর লোকজন মালা কে নির্যাতন করতো। ঘটনার দিন শশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে মুখে কীটনাশক দিয়ে আত্মহত্যা বলে চালিয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে।
একমাত্র প্রত্যক্ষদর্শী নিহত মালার ৬ বছরের শিশু নুসরাত মীম জানায়, তার সামনেই তার মাকে ফুফু, ফুফা, জেঠু ও চাচা একত্রিত হয়ে পিটিয়ে হত্যা করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মামলা গ্রহন করা হবে। ৱ
জেনিফার______৭ সেপ্টেম্বর ২১