সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার নব নির্মিত ভবন উদ্বোধন
নজরুল ইসলাম শুভ,সোনারগাঁ প্রতিনিধি (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। রোববার ( ৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা ভবনটি উদ্বোধন করে স্বাস্থ্যসেবার জন্য খুলে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সাবরিনা হকের সঞ্চাচলায় বক্তব্য দেন, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পরিচালক ডা.ফরিদ হোসেন মিঞাঁ, লাইন ডাইরেক্টর (ইউএইচসি) ডা. রিজওয়ানুর রহমান, নারায়ণগঞ্জের সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তৌহিদ এলাহী, সোনারগাঁ থানার ওসি মোহাম্ম্দ হাফিজুর রহমান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির ভূইয়া প্রমূখ।
বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করায় সাধারন মানুষ আগের চেয়ে বেশী স্বাস্থ্য সেবা পাবেন।