মধ্য সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) একটি রেস্তোরাঁয় স্থানীয় কর্মকর্তা ও রাজনীতিবিদদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবর আল-জাজিরার।
দেশটির পুলিশের মুখপাত্র ডিনি রোবেল আহমেদ বলেন, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তাছাড়া এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। বোমা বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
বেলেডউইনে একজন প্রত্যক্ষদর্শী জানান, হামলার পরে আহতদের সরিয়ে নিতে তিনি সাহায্য করেন। স্থানীয় প্রবীণ অ্যাডেন ফারাহ বলেন, আমি সেনা ও বেসামরিক নাগরিকসহ সাতজনের মরদেহ দেখেছি। এতে ১০ জনেরও বেশি আহত হয়েছেন বলেও জানান তিনি।
পুলিশ ও সরকারি কর্মকর্তারা বলেন, একটি রেস্তোরাঁয় বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ঠিক কতজন নিহত হয়েছেন সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি তারা।