সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
"মা যদি হয় শিক্ষক, একটি সুরভিত ফুল, তবে হবে প্রতিটি ঘর একটি স্কুল" এ স্লোগানকে সামনে রেখে
ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের সোলাইমান ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও অভিভাবক সমাবেশ মঙ্গলবার বিকেলে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমাজ সেবক হাজী নাদেরুজ্জামান মাস্টারের সভাপতিত্বে ও সোলাইমান ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সোনাগাজী উপজেলা শাখার সভাপতি এ.কে.এম. শরিয়ত উল্লাহ, ইউপি সদস্য শহীদুল ইসলাম, দেলোয়ার হোসেন, শিক্ষাণুরাগী মো. শাহাব উদ্দিন, দাসের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতা উল্যাহ ও অভিভাক তালেব আলী।
সোলাইমান ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোসাম্মৎ জুঁইছি খাতুনের অর্থায়নে বিদ্যালয়ের ৭৬ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষকের মাঝে পূর্ণাঙ্গ ড্রেস বিতরণ করা হয়।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com