সৌদি আরবস্থ সোনাগাজী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কামরুল হাসান মাসুদ ভূঞাকে সভাপতি, ইমাম হোসেন সেলিমকে সাধারণ সম্পাদক ,মো.খায়রুল আলম শিপনকে সাংগঠনিক সম্পাদক এবং মো. মোশারফ হোসেন রাসেলকে কোষাধ্যক্ষ করে তিন বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করা হয়।
গত ৫ মার্চ বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদ আল খারিজের একটি কমিনিউটি সেন্টারে অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কমিটি ঘোষনা করেন সৌদি আরবে সফররত সোনাগাজী উপজেলার মঙ্গল কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল।
এ সময় উপস্থিত ছিলেন আলখারিজ আওয়ামী লীগের উপদেষ্টা মোছলেহ উদ্দিন মুন্না, আলখারিজ আওয়ামী লীগের সভাপতি সাঈদ আলম শুভ, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর এমরান ও দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস বীক্রম প্রমূখ।
নতুন কমিটিতে মো. সিরাজুল হককে প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়।
উল্লেখ্য; ২০২১ সালে সৌদি আরবে কর্মরত ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন ব্যক্তিদের উদ্যোগে সৌদি আরবস্থ সোনাগাজী সমিতি নামে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির নেতারা সমিতির মাধ্যমে দেশে বিদেশে নানা জনহিতকর কার্যক্রম চালিয়ে আসছে।
এফআর/অননিউজ