সৌদি আরবে গ্যাস পাইপ বিস্ফোরণে সোনাগাজীর নিহত দু”বন্ধুর দাফন সম্পন্ন

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিথি,

সৌদি আরবে গ্যাস পাইপ বিস্ফোরণে ফেনীর সোনাগাজীর নিহত আবদুল মোতালেব (২২) ও আশ্রাফ আলী (২৪) নামে দু”বন্ধুর দাফন বৃহস্পতিবার সকালে সম্পন্ন হযেছে। তাদের দু’জনের বাড়িই উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামে। দেশের অর্থনীতির যোগান ও নিজেদের ভাগ্য বদল করতে গত ১২ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে যান তারা। সেখানে একটি কোম্পানীতে পাইপ ফিটিংয়ের কাজ পান তারা। কর্মরত থাকা অবস্থায় গত ২ এপ্রিল বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের দিন পাইপের মধ্যে জমে থাকা গ্যাস বিস্ফেরিত হয়ে ঘটনাস্থলেই মারা যান আশরাফ আলী। এসময় তার আত্মচিৎকারে এগিয়ে আসেন বন্ধু আবদুল মোতালেব। একই গ্যাসের বিষক্রিয়ায় মারাত্মক আহত হন মোতালেব। তাকে ভর্তি করা হয় সৌদি আরবস্থ কিং সউথ সুমাইসি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৪ এপ্রিল মোতালেবও শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ৯ এপ্রিল দিবাগত রাত দেড়টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের মরদেহ এসে পৌঁছলে পিতা-মাতা সহ স্বজনরা তাদের মরদেহ গ্রহণ করেন। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় বড় মাঝি বাড়ি বায়তুল আমান জামে মসজিদের সামনে জানাজা শেষে মোতালেবকে এবং বেলা ১১টায় দারুল উলুম আল হোসাইনিয়া ওলামাবাজার মাদরাসা মাঠে আশ্রাফ আলীর নামাজে জানাজা শেষে সামাজিক কবরাস্থানে দাফন করা হয়। তাদেে নিকটাত্মীয় শরীফুল ইসলাম বাদল এসব তথ্য নিশ্চিত করেছেন। আবদুল মোতালেব চরচান্দিয়া গ্রামের বড় সর্দার বাড়ির আবু তাহেরের ছেলে এবং আশ্রাফ আলী একই গ্রামের আবুল খায়ের সওদাগর বাড়ির একরামুল হকের ছেলে।

আরো দেখুনঃ