সৌদি আরব কঠোর সিদ্ধান্তের ঘোষণা দিল ভ্রমণকারীদের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক।।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা দিয়েছে, যেসব প্রবাসী বা ভ্রমণকারী তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্তের আওতায় ভিসা মেয়াদোত্তীর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ ৫০,০০০ সৌদি রিয়াল (প্রায় ১৩,০০০ মার্কিন ডলার) জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং দেশ থেকে বহিষ্কারের মুখোমুখি হতে হবে ।​

মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ মৌসুমকে সামনে রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ভিসার শর্তাবলী কঠোরভাবে পালন করা হয় এবং হজযাত্রীদের নিরাপত্তা ও সুশৃঙ্খলতা নিশ্চিত করা যায়। এছাড়া, হজ ভিসা ব্যতীত অন্য কোনো ভিসাধারীকে হজ পালনের অনুমতি দেওয়া হবে না ।​

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, তাদের অতিথিরা যেন ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে সৌদি আরব ত্যাগ করেন। এছাড়া, হজ ও ওমরাহ সংস্থাগুলোকে সতর্ক করে বলা হয়েছে, যদি তারা ভিসা মেয়াদোত্তীর্ণ ব্যক্তিদের সম্পর্কে সময়মতো রিপোর্ট না করে, তবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ১,০০,০০০ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা আরোপ করা হবে ।​

সূত্রঃ বিডি24লাইভ
মাসু/অননিউজ২৪।

আরো দেখুনঃ