সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের নতুন ঠিকানা মধ্যপ্রাচ্যের দেশটির অন্যতম সেরা ক্লাব আল হিলাল। ইতোমধ্যে রিয়াদে গিয়ে ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর থেকে, ফটোসেশনে অংশ নেওয়ার কাজটাও সম্পন্ন করেছেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বর্তমানে সৌদি প্রো লিগে শুধু নেইমারই নয়, রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, সাদিও মানে, রবার্তো ফিরমিনোর মতো তারকা ফুটবলাররা। তবে সৌদি আরবে নামিদামি ফুটবলার আসার পেছনে রোনালদোকে কৃতিত্ব দিয়েছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার।
ইতোমধ্যে পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরোতে দলবদল সেরেছেন নেইমার। বার্ষিক ১৫০ মিলিয়ন ইউরো বেতনে ২ বছরের চুক্তিতে সৌদি ক্লাবটিতে নাম লিখিয়েছেন তিনি। এরপর আল হিলালের সঙ্গে অফিশিয়াল সাক্ষাৎকারে নেইমার জানান, পর্তুগালের তারকা ফুটবলার রোনালদো সর্বপ্রথম বড় তারকা হিসেবে সৌদি লিগে যোগ দিয়ে পুরো দৃশ্যপট বদলে দিয়েছেন।
রোনালদোকে কৃতিত্ব দিয়ে সাবেক বার্সা ও পিএসজি তারকা আরও বলেন, ‘আমি বিশ্বাস করি রোনালদোই এগুলো (সৌদি লিগে যোগ দেওয়া) শুরু করেছিল। সবাই তাকে পাগল বলেছিল। এখন দেখেন, বর্তমানে এই লিগ আরও বেশি আকর্ষণীয় হচ্ছে।’
আল-হিলালকে এশিয়ার অন্যতম সেরা হিসেবেই গণ্য করা হয়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৪ বার শিরোপা জিতেছে এই ক্লাবটি। নিজ দেশের লিগ পর্যায়েও ৮ বার শিরোপা জিতেছে আল-হিলাল। তাই সৌদি ক্লাবটিতে নতুন এই যাত্রায় নেইমার নিজেও বেশ উচ্ছ্বসিত। তিনি জানান, নতুন ইতিহাস গড়তেই এই ক্লাবে যোগ দিয়েছেন তিনি।
সৌদি ক্লাবে যোগ দিয়ে নেইমার জানান, ‘ইউরোপে অনেক কিছু অর্জন করেছি, দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু আমি সব সময়ই একজন বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছি, নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সামনে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। আমি ক্রীড়াজগতে নতুন এক ইতিহাস লেখার জন্য সৌদিতে যাচ্ছি। সৌদি প্রো লিগ কম শক্তিশালী নয়, আর সেখানে অনেক দারুণ ফুটবলাররা খেলছেন।’
আল হিলালে যোগ দেওয়ায় অনেকে নেইমারের সমালোচনা করলেও ব্রাজিলের এই ফুটবলার মনে করেন তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘আল হিলাল অনেক বড় ক্লাব। তাদের দারুণ সব সমর্থক রয়েছে। এশিয়ার মধ্যে এটা সেরা ক্লাব। আমি মনে করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ক্লাবকেই বেছে নিয়েছি। আমি জিততে এবং গোল করতে ভালোবাসি। সৌদি আরবে আল হিলালের হয়েও সেটা অব্যাহত রাখতে চাই।’
এফআর/অননিউজ