বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা আসন্ন ইন্ডিয়ান লিজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় আসরে খেলছেন। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
ক্রিকট্রেকারের মতো সাইট মাশরাফীকে নিয়ে ৫৩ জনের ক্রিকেটার লিস্টও প্রকাশ করেছিল। স্পোর্টস্টারও তাদের প্রতিবেদনে লিখেছে, খেলছেন মাশরাফী। তবে লিজেন্ডস লিগ ক্রিকেটে এখনও খেলার নিশ্চয়তা দেননি বাংলাদেশের এই তারকা।
এদিকে লিজেন্ডস লিগে খেলার নিশ্চয়তা না দিলেও ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ভারত এবং বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচে খেলার বিষয়ে অনেকটাই নিশ্চিত মাশরাফী। ভারতের জন্মের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়া মহারাজা বনাম ওয়ার্ল্ড জায়ান্টস দুই দলের একটি ম্যাচ আয়োজন করছে বিসিসিআই।
সেপ্টেম্বরের ১৬ তারিখে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে খেলবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি এবং সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ইন্ডিয়া মহারাজার নেতৃত্বও দেবেন সৌরভ। সেই ম্যাচে সৌরভের দলের বিপক্ষে ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে খেলবেন মাশরাফী। যে দলের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের সদ্য সাবেক হওয়া অধিনায়ক এইউন মরগান।
মাশরাফীর দলে এ ছাড়াও খেলবেন কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন, জ্যাক ক্যালিস, সনাথ জয়সুরিয়ার মতো তারকারা। সব ঠিক থাকলে একই দল নিয়ে লিজেন্ডস লিগ ক্রিকেটেও মাঠে নামতে পারে দুই দল। তবে মাশরাফী লিজেন্ডস লিগে খেলবেন কিনা বিষয়টি এখনও নিশ্চিত করেননি।
এদিকে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সেই ম্যাচ আয়োজন শেষে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে লিজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় আসর। চার দল নিয়ে আয়োজিত হবে এবারের লিজেন্ডস লিগ ক্রিকেট। ছয়টি শহরে অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত হবে এবারের আসরটি।
ইন্ডিয়া মহারাজা: সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক), বিরেন্দ্র শেওয়াগ, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস. বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিন্নি, এস. শ্রীশান্ত, হরভাজন সিং, নোমান ওঝা, অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, জোগিন্দার শর্মা, রিতিন্দার সিং।
ওয়ার্ল্ড জায়ান্টস: এইউন মরগান (অধিনায়ক), লেন্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাথ জয়সুরিয়া, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), নাথান ম্যাককুলাম, জন্টি রোডস, মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন, হ্যামিল্টন মাসাকাদজা, মাশরাফী মোর্ত্তজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও’ব্রায়ান, দিনেশ রামদিন।