ঝিনাইদহে শিশু ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। সোমবার (১৫ মে) ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত তিন যুবক হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা বাদশা মিয়া (৩২), রুহুল আমিন (৩০) ও মন্নু মিয়া (৩৪)। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ আগস্ট উপজেলার একটি গ্রামের সপ্তম শ্রেণির ওই মেয়েকে রাস্তা থেকে তুলে আমবাগানে নিয়ে তিন যুবক ধর্ষণ করেন। ধর্ষণের পর মেয়েটিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের ওপর ফেলে রেখে যান তারা। মেয়েটি রাত ২টার দিকে স্থানীয় ক্যাডেট কলেজের সামনে গেলে তিন পথচারী তার ঠিকানা নিয়ে তাকে বাড়ি পৌঁছে দেন।
এ ঘটনার পরদিন শিশুটির বাবা ঝিনাইদহ সদর থানায় ধর্ষণ মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই তিন যুবকের নামে ২০২০ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী বজলুর রহমান বলেন, রায়ে আমরা খুশি। আসামিরা অপরাধের উপযুক্ত শাস্তি পেয়েছেন। আমরা দ্রুত রায় কার্যকরের আশা করছি। আসামিপক্ষের আইনজীবী আশরাফুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
ফরহাদ/অননিউজ