সোনাগাজী ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে এক স্কুল ছাত্রীকে যৌন নিপিড়নের প্রতিবাদকারী প্রবাসী যুবক মোতাহের হোসেন রাফিকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে দু'বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের ওবায়দুল হকের ছেলে এনামুল হক হাসান (১৯) ও সাতবাড়িয়া গ্রামের কবির আহম্মদের ছেলে মো. ইমন হোসেন (২০)।
পুলিশ জানায় গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে মতিগঞ্জ আরএম কে উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপিড়নের প্রতিবাদ করায় একই দিন সন্ধ্যায় তার চাচাতো ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায় বখাটে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় আহত রাফির পিতা আবুল মোবারক মিলন চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪-৫জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিসি টিভির ফুটেজ দেখে দু'বখাটেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এফআর/অননিউজ