জার্মান বুন্দেসলিগায় স্ট্রুটগার্টকে ২-১ গোলে হারিয়ে আবারও শীর্ষে ফিরলো বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে প্রথম দিকে সুবিধা করতে পারেনি বাভারিয়ানরা। মাঝ মাঠ দখলে রাখলেও স্ট্রুটগার্টের জমাট রক্ষণে আটকে যায় বায়ার্ন। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আক্রমণের ধার বাড়ে জার্মান জায়ান্টদের। ৩৯ মিনিটে ম্যাথিস ডি লিগটের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ক্যামেরুন ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম। তবে শেষ দিকে একটি গোল শোধ দেয় স্ট্রুটগার্ট। ২৩ ম্যাচে ডর্টমুন্ডের সামান ৪৯ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের এক নম্বরে উঠেছে বায়ার্ন।
শান্ত/অননিউজ