স্ত্রীর নির্যাতন সইতে না পেরে জামালপুরের দেওয়ানগঞ্জে জয়নাল আবেদিন (২২) নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৮ জুন) উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের নবীনাবাদ গ্রামে নিজ বাড়িতে গোয়াল ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়রা জানান। নিহত যুবক ফজলুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জয়নালের সঙ্গে তাঁর স্ত্রীর সঙ্গে কলহ চলে আসছিল। রাতেও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে এ সময় পরিবারের লোকজনের ওপর অভিমান করে পাশের গোয়াল ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গলায় ফাঁস নেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তবে এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা এখনো জানা সম্ভব হয়নি। মরদেহ ময়না তদন্তের জন্য জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24