স্বতন্ত্র নার্সিং প্রশাসন রক্ষার দাবিতে কুড়িগ্রামে নার্সদের মানববন্ধন অনুষ্ঠিত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি।

৪৮ বৎসরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে নার্সদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২৫) বেলা আড়াইটায় সদর হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কুড়িগ্রাম জেলা শাখা, বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) ও সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (ডিজিএনএম)-এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিটি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন “সেবা পরিদপ্তর”কে ভিন্ন অধিদপ্তরের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগের প্রতিবাদ এবং বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়নের জন্য আয়োজন করা হয়েছিল।
মানববন্ধনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ জহির রায়হানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নাসিমা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র স্টাফ নার্স মোঃ মাসুদ রানা, রোজিনা খাতুন, নার্সিং শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, “স্বতন্ত্র নার্সিং প্রশাসন জনকল্যাণমূলক নার্সিং ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশাসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ৪৮ বছরের ঐতিহ্যবাহী এই অধিদপ্তরকে ভিন্ন নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টা নার্সিং পেশার স্বাধীনতা, মর্যাদা ও অগ্রগতির পথে বড় বাধা সৃষ্টি করবে।” তাঁরা আরও বলেন, “অধিদপ্তর প্রতিষ্ঠার আট বছর ও বর্তমান সরকারের এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নিয়োগবিধি, অর্গানোগ্রাম, ক্যারিয়ার পাথ ও জাতীয় নার্সিং কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো বাস্তবায়িত হয়নি। এমন অবস্থায় এই উদ্যোগ নার্সদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।”
মানববন্ধনে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত নার্স, মিডওয়াইফ, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। বক্তারা স্বতন্ত্র নার্সিং প্রশাসনের মর্যাদা ও স্বাধীনতা রক্ষার দাবিতে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।