দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে পছন্দের প্রার্থী নির্বাচিত হওয়ায় এক কলসি দুধ দিয়ে দিয়ে গোসল করেছেন এক যুবক। তিনি ঈগল প্রতীকের বিজয়ী প্রার্থী গোলাম সরোয়ার টুকুর কর্মী।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে বরগুনা সদর উপজেলার ৮ নং সদর ইউনিয়নের লেমুয়া পাঠাঘাটা নামক এলাকার স্থানীয় বাজারে এ ঘটনা ঘটে। এ সময় তাকে দেখতে ভিড় করেন ওই এলাকার উৎসুক বাসিন্দারা।
দুধ দিয়ে গোসল করা যুবক হলেন, ওই এলাকার সাবেক ইউপি সদস্য গোলাম সারোয়ার রুস্তমের ছেলে মো. মশিউর রহমান মহরাজ।
দুধ দিয়ে গোসল করা মো. মশিউর রহমান মহরাজ বলেন, আমার এ এলাকায় তেমন কোনো উন্নয়ন না হওয়ায় এবার সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর ঈগল প্রতীককে বিজয়ী করতে প্রচারণা চালিয়েছি। তিনি নির্বাচিত হলে দুধ দিয়ে গোসল করার পূর্ব পরিকল্পনা ছিল। এ কারণে এক কলসি দুধ দিয়ে গোসল করেছি। মনের ইচ্ছে পূরণ করেছি, এখন শুধু নির্বাচিত প্রার্থীর কাছে দাবি আমাদের এলাকার উন্নয়নে তিনি যাতে কাজ করেন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন গোলাম সরোয়ার টুকু। এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পাঁচবারের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে নির্বাচনে পরাজিত করেন তিনি।
সূত্র : বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম
এফআর/অননিউজ