দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী- ৪ (বাগমারা) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বাগমারা উপজেলা আ.লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক সহ ১৭ জনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার ভবানীগঞ্জ ফেমাস কোচিং সেন্টারে উপজেলা আ.লীগের অন্যতম সহসভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এই বহিষ্কারের সিন্ধান্ত গৃহিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জেলা আ.লীগের সহসভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, বাগমারা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার আবুল, তাহেরপুর পৌর আ.লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনছুর ও শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধাসহ উপজেলা আ.লীগের কার্যকরী কমিটির সদস্য বৃন্দ।
আ.লীগের দলীয় পদে থেকে নৌকার বিরোধীতা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় অন্য যাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে তারা হলেন- বাগমারা উপজেলা আ.লীগের কার্যকরি কমিটির অন্যতম সদস্য অনিল কুমার সরকার (তিনি বর্তমানে জেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান), উপজেলা আ.লীগের সহসভাপতি ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সিনিয়র সহসভাপতি মতিউর রহমান টুকু, সহসভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন আবুল, যুগ্নসম্পাদক আল মামুন প্রামানিক, যুগ্নসাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, যুগ্নসম্পাদক মুকবুল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ক্রিড়া সম্পাদক আশিকুর রহমান সজল, সোনাডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, বাসুপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাষ্টার লুৎফর রহমান, উপজেলা মহিলা আ.লীগের সম্পাদক জাহানারা বেগম, ভবানীগঞ্জ পৌর মহিলা আ.লীগের সভাপতি সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাসুপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক উপধ্যক্ষ আব্দুল বারিক, ঝিকরা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মানিক প্রামানিক ও দ্বীপপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুস সাত্তার।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এমপি এনামুল হক বলেন, আমি এখনো উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছি। কাজেই আমাকে বা অন্য কাউকেই বহিষ্কারের এখতিয়ার তাদের নেই। এটা তারা করতে পারেনা। মূলত এটা একটা হাস্যকর বিষয় বটে। বিষয়টি আমি কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেছি।
এফআর/অননিউজ