‘যদি হই রক্তদাতা, জয় করব মানবতা’ এ শ্লোগানকে সামনে রেখে স্বপ্নছায়া রক্তদান ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলন মেলা হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃষ্ণপুর ছৈনউদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উৎসবমূখর পরিবেশে ওই মিলন মেলা উদ্যাপিত হয়।
সংগঠনের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, মীম হসপিটালের চেয়ারম্যান আব্দুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন, সউদী প্রবাসী কামাল সরকার, সাংবাদিক এম ফয়জুল ইসলাম। সংগঠনের সদস্য সাইদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক জিহাদ ভুইয়া, চান্দিনা ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তারেক ভুইয়া, কুরছাপ রক্তবিন্দু সংগঠনের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম হাসিব, সংগঠনের সদস্য ফারজানা আক্তার, নাহিদ হাসান, কাইয়ুম সরকার, আবু হানিফ ও আলাউদ্দিন ভুইয়া।
২০২১ সালে ২১ জন সদস্য নিয়ে তাদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সামাজিক কার্যক্রমের মধ্যদিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়। গত এক বছরে প্রায় ৫২৭ ব্যাগ রক্ত দিয়ে মূমুর্ষ রোগীর প্রাণ বাঁচিয়েছেন। সিলেটের ভয়াবহ বন্যায় ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, ঝড়ে পড়া ২০জন শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষাসামগ্রী প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের ফরমপূরণসহ বিভিন্ন অসহায় ও গরীব মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা করেন। এ ছাড়াও ঈদ কোরবানীতে অসহায়, গরীব ও দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে মানব সেবায় নিয়োজিত রয়েছেন।