স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ের পথে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় শেরে বাংলা পার্ক মুক্তমঞ্চ থেকে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট এর নেতৃতে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। বিজয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এসময় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এসময় বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আল তারেক, সাধারণ সম্পাদক হুমানুয়ন কবীর উজ্জল, জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলসহ দলীয় নেতা-কর্মীরা।
বিজয় শোভাযাত্রা শেষে শেরে বাংলা পার্ক মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।