স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে রোববার সকালে কলেজের হৃদয়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস)।
এ সময় দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও কুভিকসাস উপদেষ্টা মুহাম্মদ চাঁদ মিয়া, কুভিকসাস সভাপতি আশিক ইরান, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রাসেল, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, সদস্য মাকছুদুর রহমানসহ উপস্থিত ছিলেন অনেকে।
সভাপতি আশিক ইরান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৪৮ সালের মাতৃভাষার অধিকারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের পথ বেয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৭০ সালে ঐতিহাসিক সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরস্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলন প্রভৃতি ঘটনা প্রবাহের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের চুড়ান্ত লক্ষ্যে ঐকবদ্ধ হয়ে ওঠে বাঙালি জাতি। আজ ২৬ শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। সকল শহিদদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি