নওগাঁয় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে সাদিয়া (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ফতেপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া জেলা সদর উপজেলার শাহজাদপুর এলাকার জালাল হোসেনের স্ত্রী।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান জানান, শুক্রবার বিকেলে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে নওগাঁ শহরে ঘুরতে আসে সাদিয়া। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে জেলা সদর উপজেলার ফতেপুর বাজার এলাকায় এলে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সাদিয়া। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, যেহেতু স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে সাদিয়া নিহত হয়েছেন। তাই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এফআর/অননিউজ