স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন, র্যালী ও লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে সামাজিক সংগঠন জেলা নাগরিক ফোরাম এবং নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষার সামাজি সংগঠন নোঙর এর যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম, জেলা নাগরিক ফোরামের সাধারাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, নোঙর ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মো. শামীম আহমেদ, সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ, প্রবীর চৌধুরী রিপন, নোঙর সংগঠনের অর্থ সম্পাদক শিপন কর্মকার প্রমূখ।
পরে সকলের অংশগ্রহনে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দোকান, হোটেল ও রেস্তোরাসহ বিভিন্ন খাবেরর দোকানে গিয়ে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার উৎপাদন ও গ্রাহকদের মাঝে পরিবেশনের পাশাপাশি নন ফুড গ্রেড পাত্র বর্জন করতে উদ্বুদ্ধ করেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com