স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে স্বেচ্ছাসেবী সংগঠন ্#৩৯;স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন্#৩৯; এর প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজকে (২৫) মাথায় কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার (৬ জানুয়ারি) নড়াইল পৌরসভার দুর্গাপুরে এ ঘটনা ঘটে। সতেজকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০ টার দিকে সতেজ ও তার মেঝো ভাই সজীব মুস্তারী পৌর এলাকার দুর্গাপুরে তাদের জমিতে মাটি এবং বালি ভরাটের কাজ করছিলেন। এ সময় স্থানীয় একটি গ্রæপ এ কাজে বাঁধা দেয় এবং কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ৭-৮ জন সজীব মুস্তারীর ওপর হামলা চালায়। ভাইয়ের ওপর হামলা ঠেকাতে গেলে সতেজকে মাথায় কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। সজেতের মাথায় দ্#ু৩৯;টি সেলাই দেয়া হয়েছে।
এ বিষয়ে গালিব সতেজ জানান, দুর্গাপুরে আমাদের জমিতে মাটি এবং বালি ভরাটের কাজ করছিলাম। এ সময় স্থানীয় জহির কাজে বাঁধা দিয়ে আমাদের কাছে তারা কয়েক হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে জহিরুল ইসলাম তার ভাই জাহিদুর রহমানসহ তাদের লোকজন আমার পাশে থাকা আমার ভাই সজীব মুস্তারীর ওপর হামলা চালায়।
ভাইয়ের ওপর হামলা ঠেকাতে গেলে আমার মাথায় কুপিয়ে আহত করে তারা। এ বিষয়ে অভিযুক্ত জহির অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের জহিরুল ইসলামসহ তাদের
লোকজন বলেন, সজেতদের কাছে কোনো টাকা দাবি করা হয়নি। তাদের গর্ত ভরাট করতে ওই জমিতে মাটি ও বালি দেয়ার জন্য আমাদের বোরো বীজতলাসহ আশেপাশের ফসলি জমি, কলাই (ডাল) ক্ষেতের ক্ষতি হয়েছে। পানি জমে গেছে। আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। জহিরুল দাবি করেন,তারাও আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় তার ছেলে মুন্না আহত হয়েছে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।