বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে পর্যটন শিল্পের উন্নয়ন অনস্বীকার্য। বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। দেশের বিভিন্ন এলাকায় ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণ চিহ্নিত করেছে মন্ত্রণালয়। এছাড়াও একটি ট্যুরিজম মাস্টার প্লান করেছে বর্তমার সরকার। এটির মাধ্যমেই এদেশের পর্যটন শিল্পের উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রাইভেট সেক্টর পর্যটন শিল্পের উন্নয়নে বেশ ভালো ভ‚মিকা রাখছেন, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব।’
শুক্রবার বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে ‘ফান গলফ টুর্ণামেন্ট’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরপর তিনি অরুনিমা রিসোর্টের প্রাকৃতিক দৃশ্য অবলোকনের জন্য স্থাপিত উইল্ড উইং ভিস্তা (ডরষফ ডরহম ঠরংঃধ) এর উদ্বোধন করেন এবং একটি গাছের চারা রোপন করেন।
এসময় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ যুবায়ের হোসেন চৌধুরী, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান ও ট্রিয়াবের ফাউন্ডার প্রেসিডেন্ট এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ট্যুরিজম এসোসিয়েশন এর নবনির্বাচিত প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান মাহবুব পারভেজ, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইরফান আহমেদ, নড়াগাতি থানার ওসি মোঃ মুস্তাফিজুর রহমানসহ ফান গলফ খেলায় অংশগ্রহনকারী খেলোয়াড়গণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা শেষে অংশগ্রহনকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের আশপাশের এলাকা ঘুরে এই অঞ্চলের আরও কিছু পর্যটন আকর্ষণ চিহ্নিত করে গ্রামীণ ও কমিউনিটি ট্যুরিজম উন্নয়নের সম্ভাবনার কথা উল্লেখ করে পর্যটন সচিব বলেন, অরুনিমা রিসোর্ট স্থাপনের ফলে এখানে ইতোমধ্যেই অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ভবিষ্যতে আরো কর্মসংস্থানের সৃষ্টি হবে। বাংলাদেশের প্রাইভেট সেক্টর পর্যটন শিল্পের উন্নয়নে বেশ ভালো ভ‚মিকা রাখছে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব।
তিনি বলেন, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক রিসোর্ট (পর্যটন কেন্দ্র)। রিসোর্ট এর ফলে গ্রামীণ ও কমিউনিটি ট্যুরিজমের বেশ উন্নয়ন হয়েছে। তিনি অরুনিমা রিসোর্ট এর অতিথি পাখি, প্রাকৃতিক পরিবেশ সহ প্রাকৃতিক ভাবে উৎপাদিত খাবার, সুবৃহৎ লেক, সুইমিং পুল এবং আবহমান বাংলার পিঠা ইত্যাদি উপভোগ করে সন্তুষ্টি প্রকাশ করেন।
এফআর/অননিউজ