কুমিল্লার মুরাদনগরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও মানসস্মত প্রাথমিক শিক্ষা নিশ্চতিকরণে শিক্ষকদের উদ্বুদ্ধকরণ সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ বিতরণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার ও আর্থক সহায়তা প্রদান এবং ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ বনার্ঢ্য আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার চিনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভ‚ঞা জনী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, মুরাদনগর কাজী নোমান আহম্মদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, ঘোড়াশাল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) নাজমুল হুদা, মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাকির হোসেন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক জামাল হোসেন ও সহকারী শিক্ষক শারমিন সুলতানার যৌথ উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন, মটকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল করিম ও গীতা পাঠ করেন, গাইটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলা রানী সাহা।