কুমিল্লা প্রতিনিধি
হকিস্টিক হাতে ছবি ভাইরাল কুমিল্লা দেবীদ্বারের কবির হোসেন। সে উপজেলার উজানী কান্দি গ্রামের মৃত অহেদ আলী'র পুত্র। অভিযোগ রয়েছে এই কবির ওই এলাকায় মাস্তানী, চাদাবাজি, এবং ত্রাস সৃষ্টি করে রেখেছে।
গত রোববার কোরবানির ঈদ পরবর্তী সময়ে মসজিদের একটি সামান্য বিষয়'কে কেন্দ্র করে ভারাটে সন্ত্রাসীদের নিয়ে প্রতিপক্ষ'কে মারধর করতে হুকিস্টিক হতে বের হয়।
স্থানীয়রা জানায় কবির হোসেনের ছোট ভাই রুবেল এবং নুরুজ্জামান এর নেতৃত্ব ওই এলাকায় মাস্তানী, গুন্ডামী, চাদাবাজি, জমি দখল, হুমকি-ধমকি সহ সব অপরাধে যুক্ত।
স্থানীয়রা জানায় কবির হোসেনের ছোট ভাই রুবেল এবং নুরুজ্জামান গ্রামের স্বীকৃত চোর। তার নেতৃত্বে ওই এলাকায় মাস্তানী, গুন্ডামী, চাদাবাজি, জমি দখল, হুমকি-ধমকি সহ সব অপরাধে যুক্ত একটি মহল।