নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা সনমান্দী ইউনিয়নের মগবাজার এলাকায় বঙ্গবন্ধু লাইব্রেরীর মাঠ ও আলিপুরা ইউনিয়ন পরিষদে পবিত্র ঈঁদ-উল-ফিতর উপলক্ষ্যে স্বল্প আয়ের শ্রমজীবি মানুষদের মাঝে ঈঁদের উপহার সামগ্রী বিতরন করেছেন।
শনিবার (৩০ এপ্রিল) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটির সদস্য, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রায় ২ হাজার পরিবারের মাঝে এ ঈঁদ উপহার সামগ্রী বিতরণ করেন। ঈঁদ উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ।
এসময় উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়ন পরিষদের সচিব মো. বদিউজ্জামান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সসম্পাদক হাফেজ মো. সোহান মোল্লা, মেম্বার মো. জয়নাল আবেদীন, সোলেমান হোসেন সুজন, সাইফুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য সানোয়ার আক্তার, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।