ঝিনাইদহের হরিনাকুেন্ডু অস্ত্রসহ এনামুল হক (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার বিকালে চরপাড়া বাজার থেকে গ্রেফতার করে র্যাব। এসময় এনামুলের নিকট থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেফতাকৃত এনামুল উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আড়–য়াকান্দি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। বৃহস্পতিবার রাতে র্যাব-৬ এক মেইল বার্তায় এসব তথ্য জানায়।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া বাজারে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এসময় র্যাব সেখানে অভিযান চালায়। অভিযানকালে অন্যান্যরা পালালেও র্যাব এনামুলকে হাতেনাতে গ্রেফতার করে। তার নিকট থেকে ওয়ান শুটার গান উদ্ধার করে র্যাব । গ্রেফতারকৃত এনামুলকে ২০০২ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় মামলা করা হয় এবং থানায় হস্তান্তর করা হয়।
জেনিফার____২৪ সেপ্টেম্বর ২১