হাঁটলেই উৎপাদন হবে বিদ্যুৎ
অনলাইন ডেস্ক ।।
আপনি যখন পাওয়ার ব্যাংক ছাড়াই বাড়ির বাইরে যান, তখন কীভাবে মোবাইল ফোন চার্জ করা যায়, তা নিয়ে নিশ্চয়ই চিন্তিত থাকেন। এ সমস্যা সমাধানে নতুন একটি উপায় উদ্ভাবন করেছে ব্রিটেন। শ্রপশায়ারের বৃহত্তম শহর টেলফোর্ডে অসমতল একটি ফুটপাত নির্মাণ করা হয়েছে, যেখানে হাঁটলে বা দৌড়ালে বিদ্যুৎ উৎপাদন হবে। সেই বিদ্যুৎ কাছাকাছি দুটি পাওয়ার পয়েন্টে যুক্ত হবে। সেখানে গিয়ে মোবাইল ফোনটি চার্জ করতে পারবেন। চার্জারগুলো কাছাকাছি বেঞ্চে রয়েছে।
শহরটির নারী কাউন্সিলর ক্যারোলিন হিলি বলেন, শুধু হাঁটা ও দৌড়ানোর ফলে সড়কে বিদ্যুৎ উৎপাদন এবং তা দিয়ে মোবাইল চার্জ করার ঘটনা সত্যিই বিস্ময়কর। এ শহরে এটাই হচ্ছে এবং এটি একটি আকর্ষণীয় পদ্ধতি। তার মতে, টেলফোর্ডের এ ফুটপাত জলবায়ু পরিবর্তনের সমস্যা সম্পর্কে মানুষকে অনেক বেশি সচেতন করে তুলবে। আপনি যখন ট্রেনে করে টেলফোর্ডে আসবেন, তখন এ ফুটপাত দিয়ে হাঁটবেন। নিজের চোখেই দেখতে পারবেন, আপনার হাঁটা বা দৌড়ানোর ফলে সেখানে কীভাবে এবং কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তার মতে, এ ধরনের ফুটপাত নির্মাণ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা সম্ভব। জীবাশ্ম জ্বালানি থেকে ফিরে আসার অনেক পদ্ধতি রয়েছে। এটাও তেমনই একটি পদ্ধতি। খবর বিবিসির।