পিরোজপুরের ভান্ডারিয়ায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রায় হাজারো অসহায় পরিবারে মাঝে খাদ্য সহায়তা দিলেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার পিছিয়ে পড়া মানুষের মাঝে প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলামের প্রতিষ্ঠিত ‘মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’র পক্ষ থেকে এ সহায়তা প্রদান করেন ফাউন্ডেশন পরিচালক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার।
উল্লেখ্য, মানবতার কল্যাণে স্লোগানকে সামনে রেখে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম গত ৭ বছর ধরে উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য নানামুখি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
এফআর/অননিউজ